২০১৯ সালের দিকে পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন সাবেক বার্সা তারকা নেইমার। অন্যদিকে রোনাল্ডো যোগ দিতে যাচ্ছেন পিএসজিতে। ফুটবল অঙ্গনে এখন এমন জোর গুঞ্জনই চলছে। কারণ এতদিন সবাই জেনে আসছিল ২০২১ সাল পর্যন্ত রিয়ালে থাকবেন রোনাল্ডো। তবে সম্প্রতি জানা গেছে তিনি ২০১৯ সাল পর্যন্ত রয়েছেন রিয়ালে। ২০১৯ সালের পর রিয়ালের সঙ্গে আর চুক্তিবদ্ধ না হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। এ অবস্থায় রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ চোখ রেখেছেন নেইমারের ওপর। যেকোনো মূল্যেই তাকে দলে ভেড়ানোর জন্য জোর তৎপরতা শুরু করেছেন তিনি। স্প্যানিশ ক্রীড়া সাময়িকী ডন ব্যালন জানিয়েছে, পেরেজকে রিয়ালে যোগ দেয়ার পাকা কথাও নাকি দিয়েছেন নেইমার। আর এই ট্রান্সফারে টাকার অংকে কী পরিমাণ লেনদেন হবে তা বলা না গেলেও রিয়াল নাকি রোনাল্ডোকে পিএসজিকে দিয়ে দেবে, এমনটাই শোনা যাচ্ছে। তবে মৌসুম খারাপ কাটানো বুড়ো রোনাল্ডোকে নিয়ে আগামীর তারকা নেইমারকে কি আসলেই ছাড়বে পিএসজি? এটাই এখন দেখার বিষয়। সম্প্রতি বার্সেলোনা ছেড়ে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে পিএসজিতে যোগ দেন নেইমার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পিএসজির হয়ে ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এরই মধ্যে করে ফেলেছেন ১৫ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১১টি গোল। এমএ/১০:০০/০৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nqfimE
December 04, 2017 at 04:09AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top