পার্টিতে গান বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ

শিলিগুড়ি, ৪ জানুয়ারিঃ পার্টিতে বাজছিল উচ্চস্বরে গান, আর তা বন্ধ করতে গিয়ে নিগৃহীত হতে হল খোদ পুলিশকেই। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি শহরের গুরুংবস্তি এলাকায়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে গুরুংবস্তির একটি বাড়িতে ১০-১২জন যুবক যুবতী জন্মদিনের পার্টি করছিল। প্রচন্ড জোরে গান বাজায় প্রধাননগর থানায় খবর দেন এলাকার কয়েকজন বাসিন্দা। পুলিশকর্মীরা এসে ওই যুবক-যুবতীদের গান বাজানো বন্ধ করতে বলে। এছাড়া পার্টিতে কয়েকজন ভিনরাজ্যের বাসিন্দা থাকায়, তাদের কাছে পরিচয়পত্র দেখতে চান পুলিশকর্মীরা। এরপরেই দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়। মদ্যপ যুবক-যুবতীদের ধাক্কায় মাটিতে পড়ে যান কয়েকজন পুলিশকর্মী। এখানেই শেষ নয়, ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িটিতেও। পরে পুলিশকর্মীরা তিনজনকে আটক করে প্রধাননগর থানায় নিয়ে আসে।

ছবি ও সংবাদদাতা ঃ রাহুল মজুমদার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2lSIy2b

January 04, 2018 at 01:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top