নিজস্ব প্রতিবেদক:: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের গাড়ির ব্রেকফেলের ঘটনায় তদন্তের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
তিনি বলেন, ‘অর্থমন্ত্রীর গাড়ির ব্রেকফেলের ঘটনা নিছকই দুর্ঘটনা নাকি পরিকল্পিত, তা তদন্ত করে দেখতে হবে। এজন্য অর্থমন্ত্রীর গাড়িচালককে আটক করে জিজ্ঞাসাবাদও করতে হবে।’
আজ শুক্রবার সন্ধ্যায় দুর্ঘটনায় আহতদের দেখতে ওসমানী হাসপাতালে যান মিসবাহ সিরাজ। সেখানে তাদের চিকিৎসার খোঁজখবরও নেন।
এসময় তার সাথে মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েস, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামীম রশীদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি এনায়েতুল বারী মুর্শেদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আজ শুক্রবার বেলা ২টার দিকে নগরীর সোনারপাড়া মসজিদ সংলগ্ন সড়কে অর্থমন্ত্রীর গাড়ি ব্রেকফেল করে। এসময় অর্থমন্ত্রী গাড়িতে ছিলেন না। গাড়িটি সামনে থাকা কয়েকজনকে ধাক্কা দেয়। এতে আহত হন ১৮ জন। তাদের মধ্যে ৮জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়। বাকিরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহতদের মধ্যে আওয়ামী লীগ নেতা এসএম নুনু মিয়া, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত সহকারি কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মানিক, ছাত্রলীগ নেতা নাসির, অর্থমন্ত্রীর প্রটোকল অফিসার এসআই রমিজ উদ্দিন ও এএসআই মনোজ মিয়া প্রমুখ রয়েছেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rltv6d
January 19, 2018 at 11:52PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন