হাতে মাত্র কয়েক সপ্তাহ, ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বছরে প্রথম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট। অস্ট্রেলিয়ান ওপেন। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ান ওপেনের বাছাই তালিকা ঘোষণা করা হল। সে তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালও নয়, একেবারে ফাইনালেই মুখোমুখি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে রাফায়েল নাদাল এবং রজার ফেদেরারের। সর্বশেষ মৌসুমের চারটি গ্র্যান্ডস্ল্যামের মধ্যে ফাইনালে একে অন্যের বিরুদ্ধে একবারই লড়েছেন দুই মহারথি৷ সে লড়াইয়ে জিতেছিলেন ফেদেরারেই। এই মুহূর্তে টেনিস ব়্যাংকিংয়ে এক নম্বরে রয়েছেন রাফায়েল নাদাল। গত বছর অস্ট্রেলিয়ার ওপেনের ফাইনালেই দেখা হয়েছিল দুই জীবন্ত কিংবদন্তির। সেবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন রজার ফেদেরার। ম্যারাথন ফাইনালে নাদালকে হারিয়েই চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। আরও পড়ুন: গুগলে বেশি দেখা ১০ খেলার ঘটনা এ বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামে ফের আরও একবার ফাইনালে দেখা যেতে পারে দুই কিংবদন্তির টক্কর। বাছাই অনুয়ায়ী ফাইনালে রজারের প্রতিদ্বন্দ্বী হতে পারেন রাফায়েল নাদাল৷ কারণ, শীর্ষ বাছাই হিসেবে বছরের প্রথম গ্র্যান্ড শুরু করতে যাচ্ছেন স্প্যানিশ তারকা নাদাল এবং সুইস তারকা রজার ফেদেরার। টুর্নামেন্টে স্প্যানিশ তারকার প্রথম প্রতিপক্ষ ভিক্টর বার্গোস। ফেদেরারের প্রথম প্রতিপক্ষ ৫১ নম্বর বাছাই আলজাজ বেদেন। প্রকাশিত বাছাইয়ের তালিকা অনুয়ায়ী কোয়ার্টার ফাইনালে রাফায়েল নাদালকে লড়তে হতে পারে ৬ষ্ঠ বাছাই মারিন চিলিচের বিরুদ্ধে। দিমিত্রভ লড়তে পারেন জ্যাক সকের বিরুদ্ধে। কোয়ার্টারে নোখাব জকোভিচের মুখোমুখি হতে পারেন ডমিনিক থিয়েম। আর সুইস কিংবদন্তি রজার ফেদেরারের সাক্ষাৎ হতে পারে ৭ম বাছাই ডেভিড গফিনের সঙ্গে বা ১২তম বাছাই হুয়ান দেলপোত্রোর। কনুইয়ের আঘাতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা জকোভিচ পড়ে গেলেন বাছাইয়ে ১৪ নম্বরে। এ কারণে তাকে শুরু করতে হবে কঠিন লড়াইয়ের মধ্য দিয়েই। সূত্র: জাগো নিউজ আর/১৭:১৪/১২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2FtB4ea
January 13, 2018 at 12:00AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top