এ উপজেলাকে মানুষ উন্নয়নের মডেল বলছে -আশফাক আহমদ


সুরমা টাইমস ডেস্ক ঃঃ সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, সদর উপজেলায় সর্বত্র উন্নয়ন হয়েছে।

এ উপজেলাকে মানুষ উন্নয়নের মডেল বলছে। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষমতায় না থাকলে এসব উন্নয়ন সম্ভব হতো না। শতভাগ বিদ্যুতায়ন, প্রাইমারী স্কুলের ভবন নির্মাণ, রাস্তা-ব্রীজ, কালভার্টসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এধারা অব্যাহত থাকলে উপজেলাবাসীর সকল চাহিদা পুরন হবে।

১৭ জানুয়ারী বুধবার বিকেলে কান্দিগাঁও ইউনিয়নের মিরেরগাঁও ক্যামব্রীজ ইন্টারন্যাশনাল স্কুল মাঠে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসিনা আক্তারের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মোস্তফা উল্যাহ এর পরিচালনায় শীতবস্ত্র বিতরণও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, ডাঃ নাজরা বেগম।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের বন ও পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার,বাংলাদেশ মানবাধিকার জেলা কমিটির সভাপতি হেলাল আহমদ, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স জেলা কমিটির সভাপতি মাহবুব আহমদ, বাংলাদেশ মানবাধিকার জেলা কমিটির সাংগঠনিক কাওছার আহমদ, কালা মিয়া, আইয়ুব আলি, আবুল কালাম আজাদ, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুর আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, আব্দুল জলিল প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2rh9ttz

January 18, 2018 at 01:34PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top