পুলিশ যত বড় পদেই চাকুরী করুক না কেন, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী- ডিআইজি কামরুল

নিজস্ব প্রতিনিধি::     পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মো. কামরুল আহসান বলেছেন, প্রজাতন্ত্রের মালিক দেশের জনগণ। একজন পুলিশ যত বড় পদেই চাকুরী করুক না কেন, তিনি প্রজাতন্ত্রের কর্মচারী। তাই পুলিশকে জনগণের সাথে মালিক-কর্মচারী সম্পর্ক বজায় রাখতে হবে।

তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে জগগণকে শ্রদ্ধা করতে হবে। পাশাপাশি জনগণকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। বর্তমান পুলিশ আগের উপনিবেশ আমলের পুলিশ নয়। পুলিশ এখন সেবা প্রদানকারী অন্যতম সরকারি একটা প্রতিষ্ঠান।

গতকাল বুধবার (২৪শে জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানা আয়োজিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডিআইজি আরও বলেন, ‘জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশ বাহিনী এখন বিশ্বের রোল মডেল। ইন্টারপুলসহ অনেক দেশ জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের কাছ থেকে কৌশল জানছেন।’

সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খানের সভাপতিত্বে ও সদর মডেল থানার এসআই রিপন গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পৌর মেয়র আইয়ুব বখত জগলুল ও অতিক্তি পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল মোমেন, কমিউনিটি পুলিশিং সদর থানা কমিটির সভাপতি নুরুর রব চৌধুরী, মোহনপুর ইউপি চেয়ারম্যান নুরুল হক, কুরবান নগর ইউপি চেয়ারম্যান আবুল বরকত, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, শাহ আলম, আব্দুল মান্নান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রদীপ পাল নিতাই, পৌর কান্সিলর আহমেদ নূর, জেলা ইমা লেগুনা মালিক সমিতির সভাপতি তাজিদুর রহমান, জেলা শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সোহেল আহমদ, সাংবাদিক বিন্দু তালুকদার, সেলিম আহমদ, মাহতাব উদ্দিন তালুকদার, যুব লীগ নেতা মো. সরোয়ার প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2BrG6Vr

January 25, 2018 at 05:45PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top