নিজস্ব প্রতিবেদক:সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে ট্রাফিক পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান ও মো. হানিফ শনিবার (২০ জানুয়ারি) বেলা ২টার দিকে পুলিশের পোশাক পড়নে থাকা ফয়সল আহমদ (৩০) নামের এক ব্যক্তিকে ভুয়া পুলিশের অভিযোগে তাকে আটক করেন।
তবে ঘটনাটি সত্য নয়। যাচাই-বাছাই শেষে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত হন ফয়সল আহমদ নামের ওই লোকটি একজন মানসিক রোগী। এরপর তাকে ছেড়ে দেয়া হয়। ফয়সল আহমদ বিয়ানীবাজারের সাদিমাপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন জানান- ওই লোকটি পুলিশের একটি পোশাক রাস্তায় কুড়িয়ে পান। এরপর তিনি ওই পোশাক পড়ে রাস্তায় ঘুরতে থাকেন। এসময় পুলিশ তাকে সন্দেহজনক ভাবে আটক করে।
এরপর জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মানসিক রোগী। পরে তার পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়।
পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান বলেন- পুলিশের পোশাক পড়নে দেখে ফয়সলের সাথে নাইওরপুল এলাকার দায়িত্বরত পুলিশ সদস্যরা কথা বললে তার কথাবার্তায় অসংলগ্ন ছিলো।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Dz2YY2
January 21, 2018 at 02:06PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন