ধর্ষণের অভিযোগে শাবি শিক্ষার্থী গ্রেফতার!

নিজস্ব প্রতিনিধি:: বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে টানা তিন দিন ম্যাসে আটকে রেখে ধর্ষণের অভিযোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাইফুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে থানা পুলিশ শনিবার ভোররাতে গ্রেফতার করেছে।

সাইফুল সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি পূর্বপাড়ার আকরম আলীর ছেলে ও শাবির ইংরেজী তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

মামলা ও ভিকটিম সুত্রে জানা গেছে, শাবির শিক্ষার্থী সাইফুল সুনামগঞ্জের সুরমা ইউনিয়নের সাহবনগর গ্রামের কলেজ পড়ুয়া এক কিশোরীর সাথে ফেসবুক ও মুঠোফোনের মাধ্যমে গত ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এ পর্যায়ে ওই কিশোরীকে ফুসলিয়ে বিয়েল প্রলোভন দেখিয়ে গত ১১ই জানুয়ারী বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে সিলেটের আখালিয়ায় নিজ ম্যাসে তুলে। ম্যাসে টানা তিন দিন আটকে রেখে ওই কিশোরীকে ধর্ষর্ণের পর ১৩ই জানুয়ারী শনিবার বিকলে কিশোরীকে সুনামগঞ্জ বাস ষ্টেশনে ফেলে রেখে সাইফুল চম্পট দেয়।

ভিকটিম জানায়, ম্যাসে টানা দিন দিন আটকে রেখে জোরপূর্বক ধর্ষণের পর কাজি অফিসে গিয়ে বিয়ের কাজ সম্পন্ন করার কথা বলে সাইফুল কৌশলে মাইক্রোবাসে তুলে রবিবার বিকেলে ফের সুনামগঞ্জ বাস ষ্টেশনে আমাকে ফেলে রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুল্লাহ আজ রবিবার জানান, ধর্ষণের শিকার কলেজ ছাত্রী গতকাল শনিবার রাতে থানায় মামলা দায়েরের পর এসআই জালালের নেতৃত্বে সিলেট কোতয়ালী ও জালালাবাদ থানার একদল পুলিশের সহযোগীতায় শনিবার ভোররাতে আখালিয়ার ম্যাস থেকে সাইফুলকে গ্রেফতার করে সুনামগঞ্জ সদর মডেল থানায় নিয়ে আসা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FBl6i8

January 14, 2018 at 08:31PM
14 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top