ব্যবসায়ীকে হুমকি দিয়ে চিঠি, ফোন, ধৃত ৩

শামুকতলা, ১৫ জানুয়ারিঃ টাকা আদায়ের জন্য এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে চিঠি, ফোন। ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি আলিপুরদুয়ারের শামুকতলার যশোডাঙ্গা এলাকায়। মঙ্গলবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

পুলিশ সূত্রে খবর, এর আগে ধৃতরা অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিল কিনা, তা গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি, ধৃতদের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে অসম পুলিশের সঙ্গেও কথাবার্তা চলছে আলিপুরদুয়ার জেলা পুলিশের আধিকারিকদের।

আলিপুরদুয়ার যশোডাঙা এলাকার এক ব্যবসায়ীর কাছে ৩১ ডিসেম্বর একটি হুমকি চিঠি আসে। ইউনাইটেড সাঁওতাল পিপলস আর্মি নামে একটি জঙ্গি সংগঠনের নামে চিঠি দেওয়া হয় তাঁকে। চিঠিতে ২ লক্ষ টাকা দাবি করা হয়। এরপর ৪ জানুয়ারি ওই ব্যবসায়ীর কাছে একটি হুমকি ফোন আসে। সেই ফোনে টাকার জোগারের কথা জানতে চাওয়া হয়। এরপরেই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান। পুলিশ তদন্ত নেমে ঘটনার সঙ্গে যুক্ত ৩ জনকে গ্রেফতার করে। ধৃতরা সবাই শামুকতলা এলাকার বাসিন্দা।

সংবাদদাতাঃ নৃসিংহপ্রসাদ গঙ্গোপাধ্যায়



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DgaPKG

January 15, 2018 at 10:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top