সুরমা টাইমস ডেস্ক ঃঃসিলেট শহরের পনিটুলাস্থ পল্লবী আবাসিক এলাকার প্রধান ৪টি মূল ফটকে গেইট নির্মাণ করার জন্য সিলেট সিটি কর্পোরেশনের প্রতি জোর দাবি জানানো হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) পল্লবী সমাজকল্যাণ সংস্থার কার্যালয়ে কমিটির এক বিশেষ সভায় এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন- দীর্ঘ ৮ বছর ধরে পল্লবী আবাসিক এলাকার প্রধান প্রধান ৪টি মূল ফটকে গেইট নির্মাণ করার জন্য দাবি জানানো হচ্ছে। অনেক আবেদন-নিবেদন করা হয়েছে। তবুও প্রশাসন ও জনপ্রতিনিধিরা গেইট নির্মাণ করছেন না। শুধু তাঁরা আশ্বাস প্রদান করে চলেছেন। পল্লবী আবাসিক এলাকার পানি সমস্যারও সমাধান করছেন না।
সভায় পনিটুলাস্থ পল্লবী আবাসিক এলাকায় গেইট নির্মাণ করার দাবিকে বারবার উপেক্ষা করার প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ আগামী ২ ফেব্রুয়ারি শুক্রবার পল্লবীর কার্যালয়ে সন্ধ্যা ৬টায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রতিবাদ সমাবেশকে সফল করার উদাত্ত আহবান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন- পল্লবী সমাজকল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি লুৎফুর রহমান। পল্লবী সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জুবায়েরের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সহ-সভাপতি ইমামুল মজিদ কুলন, রুবী চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সজল ঘোষ, মিনহাজুর রহমান, মো. শাহ শাহজাহান, আব্দুস সামাদ, আলাউদ্দিন সুমন, সাইদুর রহমান, শুভ কুমার ঘোষ, কবির আহমদ, আব্দুল কাইয়ুম, মো. আবু সাইদ. জুমান আলী পীর, সঞ্জয় ঘোষ বাপন ও বাপন ঘোষ প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bx9rOf
January 27, 2018 at 03:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন