ঢাকা, ০২ জানুয়ারি- পল্লীকবি জসীম উদদীনের ১১০তম জন্মদিন ছিলো গতকাল ১ জানুয়ারি। আর দিনটি উপলক্ষে ইউটিউবে অবমুক্ত হলো তারই লেখা কালজয়ী কবিতা কবর অবলম্বনে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর নামও রাখা হয়েছে কবর। নির্মাতা রাশিদ পলাশ জানান, চলচ্চিত্রটি গত ৩১ ডিসেম্বর রাতে ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত বেশ ভালো সাড়া পাচ্ছেন স্বল্পদৈর্ঘ্যটি পরিচালনা করে। পূণ্য ফিল্মসের ব্যানারে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্যটিতে দাদু চরিত্রে অভিনয় করেছেন বরেণ্য অভিনেতা তারিক আনাম খান। কবিতায় দেখা যায় এক বৃদ্ধ দাদু তার নাতির কাছে জীবনের গল্প বলে যাচ্ছেন আবেগ আর স্মৃতির সমুদ্র পাড়ি দিয়ে। সেই নাতির চরিত্রে অভিনয় করেছেন মাহি বি। দাদুর যুবতী স্ত্রীর চরিত্রে দেখা গেছে নওশাবাকে। ছেলে চরিত্রে আছেন শিমুল খান ও ছেলের বউ হয়ে হাজির হয়েছেন চিত্রনায়িকা চম্পা। দাদুর বোন যে চরিত্রটি ক্বিতায় এসেছে বুজি নামে, সেটিতে অভিনয় করেছেন সাদিয়া রায়হান অভিনয় করেছেন। গত বছরের ৭-৯ আগস্ট মানিকগঞ্জ ও পুবাইলের বিভিন্ন স্থানে এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শেষ হয়। সূত্র:জাগোনিউজ২৪ এমএ /০৩:৩০/০২ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lGEcuh
January 02, 2018 at 09:37PM
02 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top