ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

মালবাজার, ২ জানুয়ারিঃ মালবাজারে হাটখোলা এলাকায় এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম মহম্মদ ইসলাম ওরফে পাতলু (৫০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হাটখোলা এলাকার এক বাসিন্দা শৌচকর্ম করতে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যজলপাইগুড়ি জেলা হাসপাতালে পাঠায়। মৃতদেহের পাশে মদের বোতল পাওয়া গিয়েছে। মৃতের পেটে ধারালো অস্ত্রের ক্ষত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় প্রতিদিন জুয়া ও মদের আসর বসে। মদের ঠেকে গণ্ডগোলের জেরেই ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qbjyYK

January 02, 2018 at 03:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top