আটলান্টা, ১১ জানুয়ারি- গত ৮ জানুয়ারি রাতে সড়ক দুর্ঘটনায় স্থানীয় শ্যাম্বলী সিটির অধিবাসী মিজানুর রহমান ভুঁইয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ( ইন্নালিল্লহে .... রাজেউন)। নিহতের মামা আমিনুল ইসলাম খোকন স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ প্রতিনিধিকে জানান,ঘটনার দিন রাত এগারোটার দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে স্থানীয় নর্থ শ্যালোফোর্ড রোডে বিপরিতমুখি একটি গাড়ির সাথে তার ভাগ্নের টয়োটা র্যা ব ৪ গাড়ির সাথে সজোড়ে ধাক্কা লাগে। ধাক্কায় তার গাড়িটি গিয়ে রাস্তার পাশে একটি গাছের উপর আছড়ে পড়ে দ্বিখন্ডিত হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময়ে গাড়িতে তার এক বন্ধুও ছিল । সেও মারাত্নক আহত হয়। তাঁকে পুলিশ হেফাজতে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সম্পর্কে আর কিছু জানা যায়নি। নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় অধিবাসী নিহত মিজানুর রহমান ভুঁইয়া ভাই, বোন ও ভগ্নিপতির সাথে স্থানীয় শ্যাম্বলী সিটিতে বসবাস করত। ১৯৯৫ সালে তিন বছর বয়সে মা আব্দুল লতিফ এবং মা রেহানা আকতারের সাথে ডাইভারসিটি ভিসায় অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে আসে। মা বাবা কিছুকাল যুক্তরাষ্ট্রে অবস্থান করে আবার দেশে ফিরে যান। বর্তমানে তারা ঢাকার মিরপুরে বসবাস করছেন। আরও পড়ুন: মৌলভীবাজারে সন্ত্রাসীদের হামলায় নিহত দুই শিক্ষার্থীর স্বজনদের প্রতিবাদ সভা এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ পুলিশ হেফাজতে রয়েছে । তার মা বাবা চাইছেন ছেলের লাশ গ্রামের বাড়ি নোয়াখালির চাটখিলে দাফন হোক। তবে নিহতের মামা আমিনুল ইসলাম খোকন বলেন, লাশ হাতে পাওয়ার পর ফাইন্যাল সিদ্ধান্ত নেওয়া হবে দেশে না প্রবাসে দাফন করা হবে। আর/১০:১৪/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mp2LfI
January 12, 2018 at 04:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top