জম্মু এ কাশ্মীর সীমান্তে অপারেশন অ্যালার্ট

জম্মু, ৫ জানুয়ারিঃ জম্মু ও কাশ্মীরের ২০০ কিলোমিটার সীমান্তজুড়ে অপারেশন অ্যালার্ট শুরু করল বিএসএফ। গত কয়েকদিন ধরে পাক মদতপুষ্ট জঙ্গি ও পাক রেঞ্জারদের হানাদারি বেড়ে যাওয়াতেই এই অপারেশনে নেমেছে সীমান্ত সুরক্ষা বাহিনী। বিএসএফের জম্মু ফ্রন্টিয়ারের আইজি রাম অবতার বলেন. আমাদের কাছে নির্দিশ্টভাবে খবর আছে, সীমান্তে জঙ্গিরা হানাদারির চেষ্টা করছে। সেইমতো অপারেশন অ্যালার্ট শুরু করা হয়েছে।

প্রসঙ্গত, গত বুধবারই পাক রেঞ্জার্স-এর গুলিতে মারা যান বিএসএফ-এর হেড কনস্টেবল রাধাপদ হাজরা। বাহিনীর পক্ষ থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি, পুলিশের জম্মু অঞ্চলের আইজি সহ বিএসএফের পদস্থ কর্তারা। আইজি বলেন, বিএসএফ মনোবল ভাঙা যাবে না। উল্লেখ্য হেড কনস্টেবল মারা যাওয়ার পরই বিএসএফ সীমান্ত পেরিয়ে পালটা আঘাত হেনে ১২ জন পাক রেঞ্জারকে খতম করে দেয়।

ছবিঃ সীমান্তে টহল দিচ্ছে বিএসএফ।–সংগৃহীত চিত্র

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CYbwoQ

January 05, 2018 at 10:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top