দুর্নীতি নিয়ে সরব, শিক্ষককে জুতোপেটা

রায়গঞ্জ, ১০ জানুয়ারিঃ আর্থিক দুর্নীতি নিয়ে সরব হতেই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতির স্ত্রীর হাতে জুতোপেটা খেলেন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ মহারাজা জগদীশনাথ হাইস্কুলে। আক্রান্ত শিক্ষকের নাম মৃণাল কান্তি সিনহা। রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

আক্রান্ত শিক্ষকের অভিযোগ, বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে দুর্নীতি করছেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি উজ্বল ঘোষ। গতকাল বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক অনুষ্ঠান উপলক্ষ্যে বৈঠক হয়। সেই বৈঠককে সভাপতি উপস্থিত ছিলেন। সভাপতির একাধিক দুর্নীতির প্রতিবাদ করাতেই সভাপতি উত্তেজিত হয়ে ওঠেন। বহিরাগতদের নিয়ে এসে তাঁকে এবং অন্যান্য শিক্ষকদের প্রাণে মারার হুমকিও দেন। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়ে উত্তেজনা দেখা দেয়।

যদিও পুরো বিষয়টি আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বুধবার বেলা দেড়টায় দুই পক্ষকে নিয়ে বৈঠক করে বিবাদ মিটিয়ে নিতে চাইছিলেন প্রধান শিক্ষক সুজিত পাল। বিদ্যালয়ে নির্ধারিত সময়ে মৃনালবাবু এলে তাঁর পথ আটকান পরিচালন সমিতির সভাপতির স্ত্রী চুমকি ঘোষ। এমনকি মৃণালবাবুকে চুমকিদেবী থাপ্পড় মারেন বলে অভিযোগ। এরপর মৃণালবাবু কোনক্রমে সেখান থেকে পালিয়ে বাঁচেন।

এই ঘটনায় সভাপতির স্ত্রী চুমকি ঘোষ এবং বিদ্যালয়ের নৈশপ্রহরী দুলাল তালুকদারের বিরুদ্ধে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। তবে পরিচালন সমিতির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CNyfTE

January 10, 2018 at 08:14PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top