মুম্বাই, ২৪ জানুয়ারি- ভারতের নারী ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবেন মিতালিরা। ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন মিতালী রাজরা। যার কারণ হিসেবে ভারতের মহিলা দলের অধিনায়ক বললেন, ইংল্যান্ডে গতবছর বিশ্বকাপের সময়ও আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। যার ফলে পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছিলাম। বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম। যার ফলে গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়েছিল। আর এবার তো দুটো নতুন বলে খেলতে হবে। যা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। যার ফলে আগে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিতালির সঙ্গে একমত কোচ তুষার আরোঠেও। তার কথায়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আমরা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলব। বিরাটরাও এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। প্রথম দুটো টেস্ট হেরে সিরিজ হাতছাড়া। টেস্ট শুরুর মাত্র সপ্তাহখানেক আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছিল ভারত। খেলেনি একটিও প্রস্তুতি ম্যাচ। যা নিয়ে সমালোচনা কম হয়নি। কোচ রবি শাস্ত্রী অবশেষে মেনে নিয়েছেন, আরও আগে দক্ষিণ আফ্রিকায় এলে ভাল হত। এবার মিতালি রাজও ঘুরিয়ে কটাক্ষ করলেন বিরাটদের! আর/১৭:১৪/২৪ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2Bq5daZ
January 25, 2018 at 12:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন