ময়নাগুড়ি, ২০ জানুয়ারিঃ গাড়ি চোরের তদন্তে নেমে অসম সীমান্ত থেকে দু’জনকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ। শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম মিঠুন বর্মন ও ফনি সরকার। শনিবার ধৃতদের জলপাইগুড়ি সদর আদালতে পেশ করা হবে।
পুলিশ জানিয়েছে, মিঠুন বর্মন অসম সীমান্ত পাকড়িগুড়ি এলাকার বাসিন্দা। ফনি সরকারের বাড়ি কোচবিহার জেলার সোনাপুর এলাকার পুন্ডিবাড়িতে। ধৃতদের কাছ থেকে চুরি যাওয়া ৮টি রোলার উদ্ধার করা হয়েছে। তবে একটি পিক আপ ভ্যানের খোঁজ তল্লাশি চালাচ্ছে পুলিশ।
গত বছরের ৯ ডিসেম্বর ময়নাগুড়ি বিডিও অফিস মোড় এলাকার জনৈক সুকুমার সাহার ৮টি রোলার ও একটি পিকআপ ভ্যান চুরি হয়ে যায়। ৯ ডিসেম্বর এই ঘটনায় ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সুকুমারবাবু। ঘটনার তদন্তে নেমে পুলিশ গতরাতে ওই দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে।
সংবাদদাতাঃ বাণীব্রত চক্রবর্তী
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2FXRfRa
January 20, 2018 at 03:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন