সেঞ্চুরিয়ন, ১৭ জানুয়ারিঃ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনটি ম্যাচের টেস্ট সিরিজে হারের ধারা অব্যাহত ভারতের। আজ দ্বিতীয় টেস্ট ম্যাচের শেষ দিনে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং ব্রিগেড। ১৩৫ রানে হারল ভারত। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন দক্ষিণ আফ্রিকার নবাগত বোলার লুঙ্গি এনগিডি।
ভারতীয় বোলাররা ২৫৮ রানে থামিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ভারতের ব্যাটসম্যানরা। ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৫১ রানে অলআউট হয়ে গেল বিরাট কোহলির দল।
শুরুতেই ফিরে যান চেতেশ্বর পূজারা (১৯)। পার্থিব পাটেল (১৯) এই ইনিংসেও রান পেলেন না। হার্দিক পাণ্ডিয়া (৬), রবিচন্দ্রন অশ্বিনও (৩) দলের প্রয়োজনের মুহূর্তে রান পেলেন না। রোহিত শর্মা (৪৭) ও মহম্মদ শামি (২৮) কিছুটা লড়াই করলেও শেষরক্ষা হল না।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mEvJYN
January 17, 2018 at 04:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন