ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে রাশিয়া

মস্কো, ১ জানুয়ারিঃ খুব শিগগিরই রাশিয়া ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে। এমনটাই জানিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। সম্প্রতি ভারত সফরে এসেছিলেন রোগোজিন। সফর শেষে দেশে ফিরে গিয়ে এমনটাই জানিয়েছেন তিনি। ভারতের হাতে সবথেকে আধুনিক এই মিসাইল সিস্টেম চলে আসলে তা পাকিস্তান সীমান্ত মোতায়েন করা হবে বলে খবর।

২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়া ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়। আর সেই মতো মনে করা হচ্ছে এই বছরেই ভারতের হাতে এস-৪০০ চলে আসবে বলে দাবি তাঁর।

শত্রুর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভারত নিজের আকাশ প্রতিরক্ষাকে নিশ্ছিদ্র করতে এই ব্যবস্থা সংগ্রহ করছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2DHvZ0l

January 01, 2018 at 12:17PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top