ঢাকা, ০৪ জানুয়ারি- আজ (৪ জানুয়ারি) বিকালে বিয়ের আনুষ্ঠানিকতা। হলুদ মাখামাখি হয়ে গেছে গেল সন্ধ্যায়। এভাবেই হুট করে বিয়ের আনুষ্ঠানিকতা হয়ে যাচ্ছে মডেল-অভিনেত্রী সোনিয়া হোসাইনের। কনে জানালেন, বরের নাম শামীম আহমেদ স্টিভ। বেসরকারি এয়ারলাইনস এয়ার এরাবিয়ার ঢাকাস্থ অফিসে কর্মরত তিনি। বৃহস্পতিবার দুপুরে সোনিয়া বললেন, প্রায় ১৩ বছরের পরিচয় ও বন্ধুত্ব আমাদের। বন্ধু মানে বন্ধুই, প্রেম বলা ঠিক হবে না। এখনও আমাদের তুই-তোকারি সম্পর্ক। দুই বন্ধু এবার নতুন জীবনে ঢুকে পড়ছি। দুই পরিবারের সম্মতি আছে। সবার কাছে দোয়া চাই। আমার মতো পাগলা মানুষ এবার যেন স্টিভকে নিয়ে স্থির হতে পারি। সোনিয়া জানান, দুই পরিবারের আয়োজনে গতকাল (৩ জানুয়ারি) হলো তার ও স্টিভের গায়ে হলুদ অনুষ্ঠান। আজ (৪ জানুয়ারি) সন্ধ্যায় সোনিয়াদের বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় হবে আকদ। তবে বিয়ের পর হানিমুন কোথায় হচ্ছে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেননি সোনিয়া। আর কাবিন হচ্ছে কত টাকার সেই প্রশ্নের জবাব দিতেও ব্যর্থ হয়েছেন হাসতে হাসতে। তার ভাষায়, আসলে কাবিনের বিষয়ে আমার কোনও মাথা ব্যথা নেই। কোটি টাকার কাবিন হয়েও লাভ নেই, যদি ভালোবাসা আর বিশ্বাসটা না থাকে। ফলে এসব বিষয়ে টাকার অংকটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়। আরও পড়ুন:বদলে যাওয়া এক বাঁধনের গল্প কাবিনের বিষয়টি আমি মুরুব্বিদের ওপর ছেড়ে দিয়েছি। আর হানিমুন! আসলে আমি সারাদিন সাংবাদিক-কলিগদের সঙ্গেই (ফোনে) কথা বলে যাচ্ছি। বিয়ের পর নিশ্চয়ই কোথাও বেড়াতে যাবো। সোনিয়া হোসাইন মিডিয়ায় পা রাখেন ২০০৩ সালে। ইউ গট দ্য লুক প্রতিযোগিতার শীর্ষ পাঁচজনের একজন তিনি। পরে ২০০৫ সালে তিনি গিয়াস উদ্দিন সেলিমের প্রেমে পড়ার গল্প নাটকে অভিনয় দিয়ে অভিনয়জীবন শুরু করেন। এছাড়াও চিত্রনায়িকা হিসেবে আলভী আহমেদের ইউটার্ন নামের একটি ছবিতেও অভিনয় করেছেন তিনি। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন আরএস/১২:৪৮/০৪জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ESRrAP
January 04, 2018 at 10:56PM
04 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top