কলকাতা, ৪ জানুয়ারিঃ ভাঙা হাতের অস্ত্রোপচার করতে গিয়ে মৃত্যু হল তৃতীয় শ্রেণির পড়ুয়ার। মৃত ওই বালক জঙ্গিপুরের বাসিন্দা। গত মঙ্গলবার বছর সাতেকের মিজাম আলি সাইকেল থেকে পড়ে গিয়ে হাত ভেঙেছিল।
প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় তাকে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যায় পরিবার। আজ সকালে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, মৃত্যু হয়েছে মিজামের। হাসপাতাল সুপারের কাছে পরিবার চিকিৎসায় গাফিলতির লিখিত অভিযোগ করেছে।
হাসপাতাল সূত্রে খবর, গতকাল রাতে অস্ত্রোপচার হয় মিজামের। অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেশিয়ার মাধ্যমে অবশ করা হয় তাকে। তবে গতকাল রাত ৩টে নাগাদ চিকিৎসকরা জানান, অস্ত্রোপচার সফল হলেও জ্ঞান ফেরেনি মিজামের। পরিবারকে জানানো হয়, মিজামের হৃদযন্ত্র দুর্বল ছিল। তাই জ্ঞান ফেরেনি। আজ সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছে পরিবার। পরিবারের আরও দাবি, ময়নাতদন্তের পর দেহ হাতে পেতেও হয়রান হতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, অভিযোগ খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তদন্ত করা হবে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CVEVA1
January 04, 2018 at 10:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন