২৮৬ রানে প্রোটিয়াদের বেঁধে রাখল টিম ইন্ডিয়া

কেপটাউন, ৫ জানুয়ারিঃ আজ ভুবি ধামাকায় বেসামাল দক্ষিণ আফ্রিকা। মাত্র ২৮৬ রানেই গুটিয়ে যায় প্রোটিয়াদের প্রথম ইনিংস। ঘরের মাঠে এভাবে নাকানিচোবানি খাওয়ার কথা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি ডু-প্লেসিসরা। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস।

প্রথম ওভারেই ডিন এলগারকে (০) তুলে নেন ভুবনেশ্বর কুমার। তৃতীয় ওভারে দক্ষিণ আফ্রিকার অপর ওপেনার এইডেন মারক্রামকে (৫) এলবিডব্লিউ করেন তিনি। এরপরই মাত্র ৩ রানে ফিরে যান হাসিম আমলা। এবারও দক্ষিণ আফ্রিকা দূর্গে আঘাত হানেন সেই ভুবনেশ্বরই। বোর্ডে ১২ রান ওঠার ফাঁকেই ৩ উইকেট পড়ে যায় দক্ষিণ আফ্রিকার। নিজের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ওভারে একটি করে উইকেট পান ভুবি। দলকে বিপুল চাপ থেকে টেনে তোলার চেষ্টা করেন ডু-প্লেসিস (৬২) ও ডি’ভিলিয়ার্স (৬৫)। ভুবনেশ্বর কুমার মোট ৪টি, অশ্বীন ২টি, মহম্মদ শামি, বুমরাহ ও পান্ডিয়া ১টি করে উইকেট পান। ভারতের হয়ে টেস্টে অভিষেক হল জসপ্রিত বুমরার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ২ উইকেট হারিয়ে ২১ রান তোলে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2F1T7bi

January 05, 2018 at 09:42PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top