ওয়েব ডেস্ক, ৩১ জানুয়ারিঃ ২ লক্ষ ১৪ হাজার ৯৫৮.৭৫ কোটি টাকার রাজ্য বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। এক নজরে এবারের রাজ্য বাজেট
১. কৃষিজমি কৃষিকাজের জন্য কেনা হলে মিউটেশন ফি মকুব
২. কৃষকদের জন্য ১০০ কোটি তহবিল। কৃষিতে আগেই সেস মকুব করা হয়েছে। বয়স্ক কৃষকদের জন্য ভাতা বৃদ্ধি। আগে ৬৬ হাজার কৃষক এর আওতায় ছিলেন। এখন ১ লক্ষ কৃষককে এর আওতায় আনা হবে।
৩. চা বাগানে কৃষি আয়করে সম্পূর্ণ ছাড়।
৪. এক কোটি টাকা মূল্যের উপর সম্পত্তিতে স্ট্যাম্প ডিউটিতে ১ শতাংশ ছাড়।
৫. মুখ্যমন্ত্রীর নতুন দেড় হাজার কোটি টাকার প্রকল্প রূপশ্রী। বছরে দেড় লক্ষ টাকার কম আয় যেসব পরিবারের তাদের মেয়েদের ১৮ বছর বয়সের পর বিয়ে হলে এককালীন ২৫ হাজার টাকা করে সাহায্য।
৬. প্রতিবন্ধীদের জন্য নতুন প্রকল্প মানবিক। যাঁরা প্রতিবন্ধী ভাতা পান তাঁরা ৫০ শতাংশের বেশি প্রতিবন্ধী হলে চালু থাকা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি নতুন ভাতাও পাবেন।
৭. কন্যাশ্রী প্রকল্পে বার্ষিক বৃত্তি ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব।
৮. মাদ্রাসা শিক্ষার জন্য বরাদ্দ ৩৭১৬ কোটি টাকা।
৯. বিজ্ঞান শিক্ষা ও প্রযুক্তির জন্য ৩৫৫১ কোটি টাকা।
১০. উত্তরবঙ্গ উন্নয়নে ৬৪০ কোটি টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2E2VQU2
January 31, 2018 at 04:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.