সরকার নির্বাচন বন্ধ করতে চায়


সুরমা টাইমস ডেস্ক ঃঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচন পরিচালনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের। এখানে আওয়ামী লীগ বা অন্য কারোর কিছু করার সুযোগ নেই। সীমানা নির্ধারণসহ কোনো সমস্যা থাকলে সেগুলো সমাধানের দায়িত্ব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

সরকার নির্বাচন বন্ধ করতে চায়- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, ঢাকা উত্তর সিটি নির্বাচনকে কেন্দ্র করে হাইকোর্টে যে রিট করা হয়েছে, সেই রিটকারীর একজন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

এরপরেও বিএনপি কিভাবে দাবি করে যে সরকার নির্বাচন বন্ধ করার জন্য রিট করেছে। বিএনপির করা রিটের কারণে যদি নির্বাচন বন্ধ হয়ে যায়, সেই দায়ে বিএনপিকে অভিযুক্ত করা উচিত।

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DJHYvq

January 18, 2018 at 01:16PM
18 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top