‘২০১৮ সাল আওয়ামীলীগ সরকারের পতনের বছর’

নিজস্ব প্রতিনিধি:: বর্তমান ২০১৮ সাল আওয়ামীলীগ সরকারের পতনের বছর উল্লেখ করে বক্তব্য রেখেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম। গত শনিবার বিকাল ৩ টায় কানাইঘাট পৌরসভাস্থ আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে বিএনপি নেতা মোহাম্মদ আলী ও সালমান রশিদ স্বরণে উপজেলা ও পৌর যুবদলের উদ্যেগে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি আরো বলেন আওয়ামী সরকারের পতন দেখতে আজ সারা দেশের মানুষ অধীর আগ্রহে চেয়ে আছে বিএনপির দিকে। বিধায় বিএনপির পিছপা হবার কোন সুযোগ নেই। সারা দেশের রাজপথে বিএনপির নেতাকর্মীরা নামতে শুরু করেছে। এতে সরকার ভয় পেয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনের মতো আরেকটি নির্বাচনের পায়তারা করছে। কিন্তু দেশের মানুষ তাদের সেই আশা পুরণ করতে দেবে না।

বিএনপি অতীতের তুলনায় অনেক শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে অবৈধ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে গণতন্ত্র উদ্ধার করতে হবে। আবার এই সরকার ক্ষমতায় গেলে গণতন্ত্রতো নেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকে থাকবে না। যার কারনে মারমুখী আন্দোলন করে দেশে বেগম খালেদা জিয়ার সরকার প্রতিষ্টা করতে হবে। জননেতা তারেক রহমানকে বীরের বেসে বাংলার মাটিতে ফিরাতে হবে। জেলা বিএনপির সহ-সমবায় বিষয়ক সম্পাদক উপজেলা যুবদলের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খসরুজ্জামান পারবেজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল কাহির চৌধুরী, সহ-সভাপতি কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুন রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলু, ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন চতুলী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, বিএনপি নেতা আব্দুর রহমান, ৮নং ইউপির চেয়ারম্যান যুবদল নেতা আব্বাস উদ্দিন, জেলা বিএনপির সদস্য হাজী জসিম উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন বুলবুল, সাবেক চেয়ারম্যান রফিক আহমদ, হামিদুর রহমান, নজরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ফখরুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল আহমদ, মাষ্টার আব্দুর রহমান, যুবদল নেতা মামুন রশিদ, মেনন, সাজ উদ্দিন সাজু, শহীদুল ইসলাম, রাসেল আহমদ, আব্দুল মুহিত, আব্দুল মান্নান, উপজেলা ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, পৌর ছাত্রদলের আহবায়ক আরএ বাবলু, সদস্য সচিব দেলোয়ার ইসমাঈল, উপজেলা ছাত্রদলের সিনিয়র সদস্য দোলোয়ার হোসেন, জাকির হোসেন, ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কয়ছর আলম, গাছবাড়ী ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা ফাহাদ এলাহী, স্বাগত বক্তব্য রাখেন ছাত্র নেতা রুহুল ইসলাম। এ সময় উপজেলার রাজাগঞ্জ, সড়কের বাজার, গাছবাড়ী সহ বিভিন্ন ইউনিট থেকে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভায় যোগ দেয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2FdjKtY

January 08, 2018 at 01:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top