মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় রাজি, জানালেন গুরুং

নয়াদিল্লি, ১১ জানুয়ারিঃ পাহাড়ে শান্তি বজায় রাখতে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করলেন দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকা বিমল গুরুং।

বৃহস্পতিবার দিল্লিতে সংবাদ সংস্থা পিটিআইকে গুরুং বলেন, ‘আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনায় বসতে রাজি। একমাত্র আলোচনার মাধ্যমেই সমাধান সূত্রে পৌঁছনো সম্ভব।’

গুরুং বলেছেন, তিনি সংবিধানের মধ্যে থেকেই তাঁদের দাবি পূরণ করতে চান। গোর্খাদের জন্য এবং তাদের সংস্কৃতি ও ভাষা রক্ষায় তিনি তাঁর ধর্মীয় লড়াই চালিয়ে যাবেন। আরও বলেন, বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে তাঁকে ফাঁসানো হচ্ছে। তিনি বলেন, ‘সরকার একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। সরকারের একতরফা মনোভাবের বিরুদ্ধে সোচ্চার হতে এই আন্দোলনের জন্ম।‘
তবে, তাঁর বিচার ব্যবস্থার উপর আস্থা আছে এবং যে কোনও স্বাধীন সংগঠনের সঙ্গে সহযোগিতা করতে রাজি। সত্যই জিতবে বলে আশাবাদী মোর্চা নেতা বিমল গুরুং।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Ez7t1P

January 11, 2018 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top