সুরমা টাইমস ডেস্কঃঃ হাওরে বাঁধ নির্মাণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেট-সুনামগঞ্জ অঞ্চলের ১৫ কর্মকর্তা ও ৪৬ ঠিকাদারসহ ৬১ জনের বিরুদ্ধে করা মামলা স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
এর ফলে বিচারিক আদালতে এই মামলা চলতে আর কোনও বাঁধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
মঙ্গলবার (০২ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে দায়িত্বরত প্রধান বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আর আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী ফিদা এম কামাল।
পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, গত ১২ ডিসেম্বর এক আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট মামলাটির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন এবং এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করতে বলেছেন। এর ফলে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন বেঞ্চে এই রুলের নিষ্পত্তি করতে হবে।
এর আগে সুনামগঞ্জে বাঁধ নির্মাণে দুর্নীতির ঘটনা নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে গত বছরের ১৩ এপ্রিল ঘটনাটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। অনুসন্ধানে ওই প্রতিবেদনের সত্যতা পাওয়া যায়। সেই সূত্রেই ৬১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।
পরে আসামি মো. বাচ্চু মিয়ার রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এই মামলার কার্যক্রম ৩ মাসের জন্য স্থগিত করেন। একইসঙ্গে কেন এই মামলা বাতিল করা হবে না, তা জানতে চেয়েও রুল জারি করেন। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় দুর্নীতি দমন কমিশন।
এরপর গত ২২ ডিসেম্বর চেম্বার বিচারপতি মির্জা হোসেইন হায়দার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য দিন ধার্য করেন। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার শুনানি নিয়ে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2CuJqUd
January 03, 2018 at 12:31AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন