অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে জাতীয় করণ হল ইন্দুরকানী ডিগ্রি কলেজ


সুরমা টাইমস ডেস্ক ঃঃ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পিরোজপুর জেলার ইন্দুরকানী ডিগ্রি কলেজ জাতীয় করণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সম্মতিতে সারাদেশের ৪টি কলেজের মধ্যে ইন্দুরকানী ডিগ্রি কলেজও জাতীয় করণের তালিকায় স্থান পেয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে পৌছেছে।

কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার তথ্য জানিয়েছেন।

কলেজটি জাতীয় করণের তালিকায় স্থান পাওয়ায় কলেজের পরিচালনা পর্যদের সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সগির তালুকদার ও কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সিকদার কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তারা বলেন, অনেক দেরিতে হলেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর সর্বাত্তক সহায়তায় ইন্দুরকানী কলেজটি সরকারি করণ করা হয়েছে।

উল্লেখ্য, ইন্দুরকানী কলেজটি ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়ে ১৯৯৬ সালে এমপিওভুক্ত হয়। সুনামের সাথে কলেজের কার্যক্রম চলে আসছে। এ কলেজে এমপিওভুক্ত ৪০ জন শিক্ষক ও ১৫ জন কর্মচারী রয়েছে। এছাড়াও নন এমপিওভুক্ত ৩০জন শিক্ষক কর্মচারী রয়েছে।

কলেজটিতে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (সম্মান) শ্রেণি মিলিয়ে দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। কলেজটি প্রথমে ইন্দুরকানী কলেজ নামে শুরু হয়ে ২০০৩ জিয়ানগর ডিগ্রি কলেজ নামে রূপান্তর হয়। পরে বর্তমান সরকারের আমলে আবারও নাম পরিবর্তন করে ইন্দুরকানী ডিগ্রি কলেজ নামে নাম করণ করা হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Bd3GVX

January 19, 2018 at 05:14PM
19 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top