কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে সিলেট নগরী

নিজস্ব প্রতিবেদক:: কুয়াশার চাঁদরে ঢাকা পড়েছে সিলেট নগরী । আজ মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশার কারণে আশপাশের কিছুই দেখা যাচ্ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কিছুটা কাটলেও দেখা মিলছে না সম্পুর্ণ সূর্যের।

সকালে কুয়াশায় চারপাশ ঢাকা থাকায় স্কুলগামী শিক্ষার্থী, শ্রমজীবী সাধারণ মানুষ ও অফিসগামীরা কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে। ভোর থেকে প্রধান সড়কগুলোতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

আবহাওয়া অফিস বলছে, আজ মঙ্গলবার সিলেটে সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৪০ মিনিটে। তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত দু’য়েক বার সূর্যের দেখা মেলেছে।

কুয়াশার সাথে সাথে বেড়েছে শীতের তীব্রতাও। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বেড়েছে। দুপুর ১টায় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। তবে, ঠান্ডা বাতাস প্রবাহমান থাকায় আজ নগরের মানুষের সমাগম তুলনামূলকভাবে কম।

এদিকে হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ছেন শহরের পথে-ঘাটে থাকা ছিন্নমূল মানুষগুলোও।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2mDSU5w

January 16, 2018 at 08:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top