ডেস্ক রিপোর্টঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে ফিলিপাইন থেকে নিজের ফেজবুক পেজ-এ একটি স্ট্যাটাস দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
তিনি তার স্ট্যাটাসে লিখেছেন- আমি এখন ফিলিপাইনে অবস্থান করছি আর শুধু ছাত্রলীগের বর্বর আক্রমণের ভিডিওগুলো দেখেছি। তাদের জন্য ধিক্কার!
তবে ক্ষমতাসীন দলের অপরাজনীতি তাদেরকে আরো বড় দানবে পরিণত করেছে। এটা আমাকে আশ্চর্য করেছে যে, বাংলাদেশে মানবাধিকারের বড় মুখগুলো এখন কোথায়?
তার এই স্ট্যাটাসের পর অনেকেই এতে তাদের মন্তব্য করেছেন। এম এস রহমান সাইদ লিখেছেন, হায়রে দেশ! ছাত্রী হয়ে আরেকজন ছাত্রীর শ্লীলতাহানি করে? এ কোন আজব রাজনীতির দেশে আমরা বসবাস করি। পৃথিবীতে এরকম দেশ আর একটা আছে কি? লজ্জা! লজ্জা! লজ্জা জাতি হিসেবে সত্যিই খুব লজ্জার!
মাহফুজ রহমান লিখেছেন, আমরা যারা আওয়ামীলীগ করি বা করিনা সবাই মানুষ। আওয়ামীলীগ বা তাদের সংগঠনগুলো যা করছে তার জন্য তাদের নির্মম ও ভয়াবহ পরিসমাপ্তি যখন হবে তখন হয়তো আমরা মানুষরা কাঁদব তাদের করুণ রোদন দেখে শুধু মানুষ হওয়ার কারণে আওয়ামীলীগ হওয়ার কারণে নয়।
আরিফ আহমেদ, অবৈধ ক্ষমতায় ধড়ে রাখার জন্য আওয়ামীলীগ কত গুলি ফ্রাংকেনস্টাইন দানব সৃষ্টি করেছেন তার মধ্য ছাত্রলীগ অন্যতম। ফ্রাংকেনস্টাইন এর মতই তাদের এই দানব দ্বারাই তারা ধ্বংস হবেই।
মাসুদ রানা লিখেছেন, সুলতানা কামাল, শাওন মাহমুদ, মুরগি কবির এবং বিশ্বনেত্রী কই? ছাত্রলীগের এক কুত্তী আরেক কুত্তীর লেজ কামড়িয়ে ছিড়ে ফেলছে প্রকাশ্যে। কেউ তো বাধা দিলো না। আসলে মেইন কথা হলো, ছাত্রলীগের আর ছাত্রীলীগ কোনো কথা নয়, মূল ব্যাপার হলো যেকোনো উপায়ে বাংলাদেশের নারীদের সম্ভ্রমহানি করার মাধ্যমে এদেশে ইহুদীবাদী ইসরাইল এবং হিন্দুত্ববাদী ভারতের সংস্কৃতির আবির্ভাবের জানান দেয়া।
ভিসির কাছে বিচার চাইতে গিয়ে মার খেলেন শিক্ষার্থীরা: গোলাম মর্তুজা
ছাত্রী নিপীড়নের প্রতিবাদে চার দফা দাবিতে অবস্থানরত বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মারধর ঘটনায় সাপ্তাহিক পত্রিকার সম্পাদক গোলাম মর্তুজা তার ফেজবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো।
তিনি তার ফেসবুকে লিখেছেন- প্রথমে ছাত্রলীগ আন্দোলনরত ছাত্রদের পেটালো, ছাত্রীদের যৌন নিপীড়ন করল। নিপীড়িত- নির্যাতিতরা অভিভাবক মনে করে প্রক্টরের কাছে বিচার চাইতে গেল। প্রক্টোর মামলা করার ব্যবস্থা করল যৌন নিপীড়কদের বিরুদ্ধে নয়, নিপীড়িত হয়ে যারা বিচার চাইতে গেল তাদের বিরুদ্ধে। ভিসির কাছে বিচার চাইতে গেল নির্যাতিত- নিপীড়িত শিক্ষার্থীরা। ভিসি গেটে তালা দিয়ে দিলেন। তালা ভেঙ্গে শিক্ষার্থীরী ভিসির রুমের দরজার সামনে অবস্থান নিল। ভিসির সঙ্গে কথা বলবেন, বিচার চাইবেন। ভিসি ছাত্রলীগ দিয়ে তাদের আবার পেটালেন, ছাত্রীদেরও কিল- ঘুষি- লাথি মারালেন। টেলিভিশনগুলো সেই ভিডিও চিত্র দেখালো, পত্রিকায় ছবি ছাপা হলো।
যারা যৌন নিপীড়নের শিকার হলেন-নির্যাতনের শিকার হলেন,যারা নিপীড়ন- নির্যাতন করল, তারা নিপীড়িত- নির্যাতিতদের বিচার- শাস্তি চাইছে। এই ভিসি- প্রক্টোর নিশ্চয় সেই ব্যবস্থা করবে।-আরটিএনএন
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2Dzwt98
January 26, 2018 at 04:38AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন