নয়াদিল্লি, ১৪ জানুয়ারিঃ কিশোরী পরিচারিকার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল এক চিকিত্সকের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত চিকিত্সককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি উত্তর-পশ্চিম দিল্লির মডেল টাউন এলাকার।
অভিযোগ, মাস চারেক আগে কাজে যোগ দিয়েছিল ওই কিশোরী। এরপর থেকেই তাকে চিকিত্সকের রোষের মুখে পড়তে হয়। বাড়িতে আটকে রেখে মাঝেমধ্যেই খেতে দেওয়া হত না। তার উপর প্রতিনিয়ত মানসিক ও শারীরিক অত্যাচার চালানো হত। মারধরের পাশাপাশি গায়ে গরম জলও দিতে দিত অভিযুক্ত চিকিত্সক। নির্যাতন সহ্য করতে না পেরে অবশেষে দিল্লির মহিলা কমিশন অফিসে ফোন করে নিজের পরিস্থিতির কথা জানায় নির্যাতিতা কিশোরী। এরপরই পুলিশ নিয়ে গিয়ে তাকে উদ্ধার করেন মহিলা কমিশনের সদস্যরা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2r6GtVw
January 14, 2018 at 11:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন