হিমঘর আবাসনে কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ধূপগুড়ি, ৯ জানুয়ারিঃ রহস্যজনকভাবে হিমঘরের আবাসন থেকে এক কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল। ঘটনাটি মঙ্গলবার সকালে ধূপগুড়ির পুরনো শালবাড়ি এলাকার একটি হিমঘরের। তবে এখনও মৃত্যুর সঠিক কারন জানা যায়নি। হিমঘর সূত্রে খবর, মৃতের নাম রাকেশ কুমার যাদব। সে হরিয়ানার বাসিন্দা। মৃতের দাদা মুকেশ কুমার যাদব ওই হিমঘরেই কর্মরত। তার দাদা, স্ত্রী ও পরিবার নিয়ে হিমঘরের আবাসনেই থাকত বলে জানা গেছে। মৃতের দাদার বক্তব্য, তার ভাই হিমঘরের মেশিন চালানোর কাজ করত। বেশ কিছুদিন থেকে মানসিক সমস্যায় ভুগছিল। সোমবার রাতেও মুকেশ তার ভাইকে ঘরে ঘুমানোর জন্যে এগিয়ে দিয়ে আসে। তবে কি ভাবে ঘটনাটি ঘটল সে বিষয়ে কিছুই বলতে নারাজ হিমঘর কর্তৃপক্ষ।

এদিন সকালে অনেক বেলা হয়ে গেলেও আবাসনের দরজা না খোলায় অন্যান্য কর্মীদের সন্দেহ হয়।পরে হিমঘর কর্তৃপক্ষই ধূপগুড়ি থানায় খবর দেয়।পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। আইসি সঞ্জয় দত্ত বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হবে। তদন্ত রিপোর্ট দেখেই মৃত্যুর সঠিক কারন সম্পর্কে জানা যাবে।

সংবাদদাতাঃ শুভাশিস বসাক

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2AKenPy

January 09, 2018 at 12:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top