দিল্লিতে গ্রেফতার সুভান কুরেশি

নয়াদিল্লি, ২২ জানুয়ারিঃ দিল্লি পুলিশের জালে সোমবার ধরা পড়ল মোস্ট ওয়ান্টেড সিমি-আইএম জঙ্গি আবদুল সুভান কুরেশি। ২০০৮ সালে আমেদাবাদে পরপর বোমা বিস্ফোরণের সঙ্গে যুক্ত সে। বিস্ফোরণে ৫৬ জনের মৃত্যু হয়। আহত ২০০-র বেশি। কয়েক বছর ধরে তার খোঁজে সারা দেশে হন্যে হয়ে তল্লাশি চালান গোয়েন্দারা। সূত্রের খবর, সোমবার পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, নিষিদ্ধ সিমি-র এই জঙ্গি হাইটেক বোমা তৈরিতে সিদ্ধহস্ত।
২০০৮ সালের ২৬ জুলাই আমেদাবাদ এবং সুরাটে ২৭টি বোমা বিস্ফোরণ ঘটেছিল। ইন্ডিয়ান মুজাহাদিন সংগঠনের শাখা ‘আল-আরাবি’র পক্ষে বিস্ফোরণের দায় নিয়েই টিভি চ্যানেলে মেল করা হয়। এরপরেই কুরেশি-কে বিস্ফোরণের মূলচক্রী ঘোষণা করে গুজরাট পুলিশ। ২০০৬ সালে মুম্বই লোকাল ট্রেন বিস্ফোরণ এবং দিল্লি ও বেঙ্গালুরুতে জঙ্গি হামালার জন্য তাকে খুঁজছিল জাতীয় তদন্তকারী দল (এনআইএ)। তাকে ধরতে দিল্লির বিশেষ সেলের যোগাযোগ রেখেছিল গুজরাটের এটিএস এবং আমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ। কুরেশি ভেক বদলাতেও বেশ পারদর্শী।
কাসিম, তৌকির নামেও পরিচিত ছিল সে। বারবার গোয়েন্দাদের নাগাল থেকে সে পার পেয়ে গিয়েছে। জঙ্গি হওয়ার আগে বেঙ্গালুরু এবং হায়দরাবাদে ভারতের শীর্ষ আইটি সংস্থায় কাজ করত সে। ১৯৯৮ সালে সে সিমিতে যোগ দেয়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2mYOKp7

January 22, 2018 at 02:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top