নয়া দিল্লি, ০৩ জানুয়ারি- ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরের নিলামে নাম ওঠাতে আগ্রহী বাংলাদেশের আট ক্রিকেটার। মঙ্গলবার তাদের নাম ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বিসিবি। আইপিএলে নিয়মিত হওয়া সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আগ্রহীর তালিকায় থাকা বাকি ছয় জন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও আবুল হাসান রাজু। তালিকায় নেই গত বছর টি-টুয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সৌম্য সরকার। এই বাঁহাতি হার্ডহিটার ওপেনার নিজের নাম পাঠাতে আগ্রহ দেখাননি। গতবছর অবশ্য সব ফরম্যাট মিলিয়ে ধারাবাহিকতার ঘাটতিতে পড়েছেন সৌম্য। আরও পড়ুন:সাত বছর পর কেকেআরে নেই সাকিব অন্যদিকে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। সাকিব আল হাসানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিতে পারে বলে খবর। এতে এবার তাদেরও উঠতে হবে নিলামে। আইপিএলে পুরনো দুই ক্রিকেটারের নতুন করে সুযোগ হয় কিনা, আবার নতুন কারও সুযোগ হয় কিনা সেটিই দেখার। আগামী ২৭ ও ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম। ৪ এপ্রিল শুরু হবে মাঠের লড়াই। দশটি আসর শেষ হলেও বাংলাদেশের খুব কম ক্রিকেটারই সুযোগ পেয়েছেন আইপিএলে নামতে। সাকিব-মোস্তাফিজ ছাড়াও সংক্ষিপ্ত সেই দলে আছেন মাশরাফী, আশরাফুল, রাজ্জাক ও তামিম। তবে তামিমের কোন ম্যাচই খেলার সুযোগ হয়নি। সূত্র:চ্যানেল আই অনলাইন এমএ/১০:৫০/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CRsNQt
January 04, 2018 at 05:01AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top