সিলেটে আদালত পাড়ায় আসামিদের হামলায় বাদি আহত

স্টাফ রিপোটার ::
সিলেট আদালত পাড়ায় মামলায় হাজিরা দিতে এসে বিবাদি পক্ষের লোকজনের হামলায় বাদি আহত হয়েছেন। গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় সিলেট জজ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বারান্দায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আজাদ উদ্দিন (৩১), তিনি গোলাপগঞ্জ উপজেলার লামা চন্দরপুর গ্রামের মৃত আব্দুল সোবহান কঠই মিয়ার পুত্র। এ ঘটনায় তাৎক্ষণিক আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা চারজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন লামা চন্দরপুর গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে ইসলাম উদ্দিন, গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিনের ছেলে ছালেক আহমদ ও ওলিউর রহমান। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় আহত আজাদ উদ্দিনের বোন শাহানারা বেগম বাদি হয়ে আটক চারজনসহ ৯ জনের নামোল্লে¬খ করে লিখিত অভিযোগ প্রদান করেছেন। অন্যান্য অভিযুক্তরা হলেন জসিম উদ্দিন, আব্দুস সামাদ আজাদ, মুজিব, সমুজ ও ছাদেক আহমদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আজাদ উদ্দিন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে বিবাদিদের বিরুদ্ধে ২০১৬ ইংরেজী সালে মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৪৮/ ২০১৬ ইং ।
মামলার হাজিরা দিতে এসে বিবাদি পক্ষ অতর্কিত হামলা চালায় বাদি আজাদ উদ্দিনের উপর । হামলাকারীরা আজাদ উদ্দিনের মাথা ও পায়ে রড দিয়ে আঘাত করলে আজাদ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় আজাদ উদ্দিনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আজাদ উদ্দিন ওসমানী হাসপাতলের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে আদালত পাড়া থেকে আটক চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ প্রদান করায় থানা পুলিশ প্রচলিত আইনে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজুর প্রস্থুতি নিচ্ছে বলে জানা যায়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2AAtSJI

January 06, 2018 at 10:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top