সিলেটে পুলিশ ফাঁড়ির সামনে ছিনতাইর স্বীকার


নিজস্ব প্রতিবেদক : সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির সামনে থেকে রোববার বিকেলে সিলেট সরকারী মহিলা কলেজের এক ছাত্রীর মূল্যবান মোবাইল ফোনসেট ও টাকা ছিনিয়ে নিয়ে গেছে কয়েকজন কিশোর ছিনতাইকারী। বিকেল সোয়া ৪ টার দিকে ওই কলেজ ছাত্রী বিএসসি টেস্ট পরীক্ষা দিয়ে বিশ^নাথ দক্ষিণ মিরেরচকে গ্রামের বাড়িতে ফিরছিলেন।

ওই ছাত্রী জানান, তিনি ও তার এক সহপাঠী পরীক্ষা দিয়ে বাড়ি যাওয়ার জন্য পায়ে হেঁটে ক্বীন ব্রীজের দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ ফাঁড়ির সামনে আসামাত্র পিছন দিক থেকে কয়েকটি কিশোর তাদের ভ্যানিটি ব্যাগের চেইন খুলে ৩০ হাজার টাকা মূল্যের একটি এইচটিসি টাচ মোবাইলফোন সেট ও প্রায় ১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

কয়েকজন প্রত্যক্ষদর্শী ক্ষুদ্র ব্যবসায়ী বিষয়টি নিশ্চিত করেছেন।

যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন জানান, তিনি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2F9TvEu

January 08, 2018 at 12:15AM
08 Jan 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top