ঢাকা, ০৭ জানুয়ারি- পাশাপাশি দুটি এলাকা। দুই এলাকায় দুটি গ্রুপ। এদের মধ্যে সব সময়ই ঝগড়া বিবাদ লেগে থাকে। দুই গ্রুপে চলে আধিপত্য বিস্তারের লড়াই। নাবিলা যে এলাকায় থাকেন সেই এলাকার ছেলে জোভান। গ্রুপে অনেকেই নাবিলাকে পছন্দ করে। তবে নাবিলার পছন্দ জোভানকে। একটা সময় সেই পছন্দ রুপ নেয় ভালোবাসায়। নাবিলা তখন জোভানের সাহসের অনুপ্রেরণা। তার উৎসাহেই শত্রু গ্রুপকে শায়েস্তা করতে উদ্যত হয় জোভান ও তার গ্রুপ। হঠাৎ একটি মেয়ের সঙ্গে জোভানের সম্পর্ক নিয়ে শুরু হয় নাবিলার সঙ্গে ভুল বোঝাবুঝি। এরপর ভিন্ন চিত্র। এমনই এক গল্পে নির্মিত হয়েছে ছয় পর্বের কমেডি ধারাবাহিক নাটক বদলাপুরের বালকগণ। নাটকটি পরিচালনা করেছেন- তুহিন হোসেন। এ নাটকে কাজ করা প্রসঙ্গে অভিনেত্রী নাবিলা ইসলাম বলেন, বছরের প্রথম কাজ ছিল আমার এটি। ১ ও ২ জানুয়ারি এই নাটকের শুটিং করেছি। অনেক মজা হয়েছে শুটিংয়ে। কমেডিতে ভরপুর সব সংলাপ। দর্শক নাটকটি উপভোগ করবেন বলে আশা করছি। নতুন বছরে নাবিলা আরও একটি নাটকে কাজ করেছেন। চয়নিকা চৌধুরীর পরিচালনায় সজলের বিপরীতে সেই নাটকটি শিগগিরই বেসরকারি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে। সূত্র:একুশে টিভি এমএ/১২:০০/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2CNWgOh
January 07, 2018 at 06:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top