জম্মু, ৩ জানুয়ারিঃ জন্মদিনেই শহিদ হলেন মুর্শিদাবাদের বাসিন্দা এক বিএসএফ জওয়ান।
বিএসএফ-এর তরফে জানানো হয়েছে, বুধবার জম্মু ও কাশ্মীরে ভারত-পাক আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া সাম্বা সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান।
বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ স্নাইপার রাইফেল দিয়ে দুলমা চেকপোস্টে বিএসএফ ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। সেসময় ছাউনিতে প্রহরা দিচ্ছিলেন ৫০ বছর বয়সী বিএসএফ-এর হেড কনস্টেবল রাধাপদ হাজরা।
দুর্ভাগ্যক্রমে পাক স্নাইপারের গুলির সামনে পড়ে যান তিনি। তাঁকে গুরুতর জখম অবস্থায় ডিএইচ সাম্বা হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই মৃত্যু হয়। পাল্টা জবাব দেয় ভারত।
গত ২৭ বছর ধরে তিনি বাহিনীতে কর্মরত। মোতায়েন ছিলেন বিএসএফ-এর ১৭৩ তম ব্যাটালিয়নে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2qoIlIC
January 03, 2018 at 11:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন