আবুল হাসনাত শিমু হত্যায় ছাত্রদলের নিন্দা


সুরমা টাইমস্‌ ডেস্ক ঃঃ মদন মোহন বিশ্বব্যিালয় কলেজ শিক্ষার্থী ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমু হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন সিলেট বিভাগ ছাত্রদল নেতৃবৃন্দ।

আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগ) মাহবুবুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ ও সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগী) জাকির হোসেন উজ্জ্বল বলেন,

সুস্থ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দৃষ্ঠান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহন করা হউক। তদন্তের স্বার্থে ঘটনা স্থলে সিসিকের সিসি ক্যামেরা রয়েছে সেই ক্যামের ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে আইনী এবং যদি দলের কেউ হয়ে থাকে তার বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে। নেতৃবৃন্দ ছাত্রদল নেতা আবুল হাসনাত শিমু রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2DKarjF

January 01, 2018 at 10:24PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top