প্রথম সারির ব্যাংকগুলোর অ্যাপে ম্যালওয়্যার, জানাল কুইক হিল

নয়াদিল্লি, ৫ জানুয়ারিঃ দেশের প্রথম সারির ব্যাংকিং অ্যাপগুলি ম্যালওয়্যারে আক্রান্ত। ফলে নিমেষে হ্যাক হয়ে যেতে পারে গ্রাহকদের ডেটা। এমনই জানাল অ্যান্টিভাইরাস নির্মাতা সংস্থা কুইক হিল। ট্রোজান ম্যালওয়্যারটির নাম অ্যান্ড্রয়েড.ব্যাংকার.এটুএফএইটএ(ndroid.banker.A2f8a )। কুইক হিল জানিয়েছে, নেট ব্যাংকিং করার জন্য যে অ্যাপগুলি দরকার হয় তাদের বেশিরভাগের ভার্সানই নকল করতে পারে ‘অ্যান্ড্রয়েড.ব্যাঙ্কার.এটুএফএইটএ। শুধু তাই নয়, ২৩২ রকম অ্যাপের ভার্সান নকল করতে সক্ষম এই ম্যালওয়ার। ফলে গ্রাহকেরা ভুল করে প্রয়োজনীয় অ্যাপের বদলে এই ম্যালওয়ার ডাউনলোড করে ফেলছেন।

কুইক হিলের সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞেরা জানিয়েছেন, গ্রাহকের ফোনে ভুয়ো নোটিফিকেশন পাঠায় এই ম্যালওয়ার। এক বার ডাউনলোড শুরু করলে সেটি লগ ইন আইডি এবং পাসওয়ার্ড চাইবে। অ্যাপ ওপেন করার সঙ্গে সঙ্গেই আপনার প্রয়োজনীয় ডেটা হ্যাক করে নেবে এই ম্যালওয়ার।

কুইক হিলের যুগ্ম ম্যানেজিং ডিরেক্টর সঞ্জয় কাটকারের কথায়, ”ইন্টারনেটে যে কোনও অ্যাপ স্টোর থেকে আপনার প্রয়োজনীয় অ্যাপ ডাউনলোড করা বন্ধ করুন। ইমেল বা এসএমএস-এর মাধ্যমে কোনও লিঙ্ক এলেও সেটা খুলবেন না।” ফোন সুরক্ষিত রাখতে কোনও নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস বা মোবাইল সিকিউরিটি সিস্টেম ইনস্টল করার কথাও জানিয়েছেন তিনি।

কুইক হিলের ল্যাব রিপোর্টে যে ব্যাংকগুলির অ্যাপে ম্যালওয়্যার আছে বলে জানানো হয়েছে তার মধ্যে রয়েছে ভারতের প্রথম সারির ব্যাঙ্কিং সংস্থাগুলির অ্যাপ, অ্যাক্সিস মোবাইল, এইচডিএফসি ব্যাংক মোবাইল ব্যাংকিং, এসবিআই এনিহোয়ার পার্সোনাল, এইচডিএফসি ব্যাংক মোবাইল ব্যাংকিং লাইট, আই মোবাইল বাই আইসিআইসিআই ব্যাংক, আইডিবিাই ব্যাংক গো মোবাইল+, অভয় বাই আইডিবিাই ব্যাংক লিমিটেড, আইডিবিআই ব্যাংক গো মোবাইল, আইডিবিআই ব্যাংক এম পাসবুক, বরোদা এম পাসবুক, ইউনিয়ন ব্যাংক মোবাইল ব্যাংকিং, ইউনিয়ন ব্যাংক কমার্শিয়াল ক্লায়েন্টস।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CKdbkV

January 05, 2018 at 07:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top