ঢাকা, ২২ জানুয়ারি- বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অনেকদিন পর জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন। কোনো ম্যাজিক দেখাতে না পারলেও ১০ ওভারে ২৯ রানে ১ উইকেট নিয়েছিলেন। শ্রীলঙ্কার বিপক্ষে পরের ম্যাচেই আবারও একাদশ থেকে বাদ। মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে ফিরতি ম্যাচে আবারও একাদশে দেখা যেতে পারে এই স্পিনারকে। তাকে জায়গা দিতে দলের বাইরে চলে যাবেন পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। এই পরিবর্তনের পেছনে জিম্বাবুয়ের বিপক্ষে পরিকল্পনার বিষয়টিই উঠে এসেছে। বাঁহাতি স্পিনে জিম্বাবুয়ের ব্যাটসম্যানের বরাবরের দুর্বলতার কথা ভেবে সেদিন সাকিব আল হাসানের সঙ্গী করা হয়েছিল সানজামুলকে। কৌশল কাজেও দিয়েছিল। সাকিব ৩ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। পরের ম্যাচে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর ব্যাটিং উইকেটের কথা মাথায় রেখে সেদিন খেলানো হয় সাইফ উদ্দিনকে। এবার সামনে আবারও জিম্বাবুয়ে। তাই সেই পুরনো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে চায় মাশরাফি বিন মুর্তজার দল। এই একটি পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই টাইগার একদশে। আরও পড়ুন: নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরে কেমন খেলছেন আশরাফুল? চোট কাটিয়ে ফেরা মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার কথা উঠলেও তার ধারাবাহিকতার ধরে রাখার জন্যই সেই চিন্তা আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। তথ্যসূত্র: কালের কণ্ঠ অনলাইন এআর/২১:০৬/২২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ruuRfb
January 23, 2018 at 03:09AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন