নয়া দিল্লী, ১৮ জানুয়ারি- গিরিশ অল্প বয়সে হারান পা। পা হারানোর পর ব্যাডমিন্টন খেলা শুরু করেন গিরিশ। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় নিজের সাফল্যও তুলে ধরেছেন গিরিশ। প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন চন্ডীগড়ের বাসিন্দা গিরিশ শর্মা। মাত্র দুবছর বয়সেই রেল দুর্ঘটনায় একটি পা বাদ চলে যায় তাঁর। কিন্তু তাঁর জেদের কাছে হারতে হয়েছে শারীরিক প্রতিবন্ধকতাকে। এক পা নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতার আঙিনায় নিজেকে তুলে ধরেছেন এই প্রতিভাবান ক্রীড়াবিদ। আরও পড়ুন: অভিন্ন পতাকা তলে লড়াইয়ের ঘোষণা দুই কোরিয়ার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অল্প বয়সে পা হারানোর পর ব্যাডমিন্টন খেলা শুরু করেন গিরিশ। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় নিজের সাফল্যও তুলে ধরেছেন গিরিশ। ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ ফর ফিজিক্যাল চ্যালেঞ্জড প্রতিযোগিতায় দুবার সোনা জিতেছেন এই ক্রিড়াবিদ। পাশাপাশি দুবার রুপো জিতেছেন ইজরায়েল ও তাইল্যান্ডের দুই প্রতিযোগিকে হারিয়ে। ২০১৫ সালে প্যারা- ব্যাডমিন্টন খেলোয়াড় হিসাবে বিশ্বে দ্বিতীয় স্থানেও জায়গা করে নেন গিরিশ। শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও এই অবস্থায় খেলতে তাঁর কোনও রকম কষ্ট হয় না বলে জানিয়েছেন গিরিশ। তবে এই অবস্থায় খেললেও এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনও অর্থসাহায্য পাননি তিনি। নিজের উপার্জন দিয়েই ব্যাডমিন্টন খেলা চালিয়ে যাচ্ছেন এই প্রতিভাবান তারকা। সূত্র: এবেলা.ইন আর/১৭:১৪/১৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mNHRaf
January 18, 2018 at 11:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top