অঘোরে ঘুমোচ্ছে চালক, ২ ঘন্টা দেরিতে তেভাগা এক্সপ্রেস

বালুরঘাট, ৯ জানুয়ারিঃ নিশ্চিন্তে ঘুমোচ্ছে চালক। বাইরের হই হট্টোগোলের কোনো পরোয়া নেই। হঠাৎ ঘুম ভাঙল যখন যাত্রীদের বিক্ষোভ মাত্রা ছাড়াল। ছাড়ার কথা ছিল ভোর সাড়ে ৫টায়। তবে চালকের ঘুমের দৌলতে নির্দিষ্ট সময়ের প্রায় দু’ঘন্টা পর তেভাগা এক্সপ্রেস নিয়ে কোলকাতা ছোটেন চালক।

গতকাল আদিবাসী সংগঠনগুলির বিক্ষোভের জেরে এ জেলার ট্রেন পরিসেবায় ব্যাপক প্রভাব পড়ে। গতকাল সকালে বুনিয়াদপুরে আটকে দেওয়া হয়েছিল তেভাগা এক্সপ্রেসকে। এরপর বিকেলে বালুরঘাট থেকে বাতিল করা হয়েছিল গৌড় লিংক এক্সপ্রেসও। হাওড়া গামী এক্সপ্রেসও গতকাল গভীর রাতে আসায় সেই সমস্যা আরো বেড়ে যায়। সিঙ্গেল লাইন রেল ব্যবস্থার কারনে একসঙ্গে এতগুলি ট্রেন পরিসেবা চালু রাখতে গিয়ে হিমশিম খেতে হয় রেল কর্তৃপক্ষকে। এরসঙ্গে বাড়ে যাত্রী দুর্ভোগ। বালুরঘাট স্টেশন সূত্রের খবর, প্রচন্ড শীত ও কুয়াশার মধ্যে আজ ভোর তিনটে নাগাদ বালুরঘাট স্টেশনে ঢোকে তেভাগা এক্সপ্রেস। দিনভরের ক্লান্তি কমাতে চালক একটু ঘুমোতে যান। কিন্তু ট্রেন ছাড়ার নির্দিষ্ট সময়েও চালকের ঘুম না ভাঙায় ঘটে বিপত্তি। হয়রানির মুখে পরে বালুরঘাট স্টেশনে উত্তেজিত হয়ে ওঠে যাত্রীরা। যদিও পরে স্টেশন কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বালুরঘাট স্টেশন কর্তৃপক্ষের তরফে চন্দন মন্ডল জানান, ভোররাতে ট্রেন আসায় চালকের ঘুম ভাঙতে দেরি হয়েছে, সেই কারনে কিছুটা দেরিতে তেভাগা এক্সপ্রেস ছেড়েছে।

সংবাদদাতাঃ সুবীর মহন্ত

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CM5977

January 09, 2018 at 05:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top