ভিমা-কোরেগাঁও ইশ্যুতে জিগনেশের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী

মুম্বই, ৭ জানুয়ারিঃ ভিমা কোরেগাঁওয়ে জাতিহিংসার ঘটনায় দলিত নেতা জিগনেশ মেবানির পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। রামদাস নিজেও দলিত নেতা। রামদাস বলেন, জিগনেশের বিরুদ্ধে যে উসকানিমূলক বক্তৃতা দেওয়ার অভিযোগ পুলিশ এনেছে তা ঠিক নয়। জাতিহিংসার জন্য জিগনেশ কোনোভাবেই দায়ী নন।

কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার দপ্তরের প্রতিমন্ত্রী আটওয়ালে বলেন, ‘১ জানুয়ারি দলতিদের বিজয় দিবস উদ্‌যাপনকে কেন্দ্র করে আগে থেকেই ভিমা-কোরেগাঁওয়ের উত্তেজনা বাড়ছিল। সে কারণে আমি ওই এলাকায় যাই, এবং উত্তেজনা কমে যাওয়ায় ৩১ ডিসেম্বর দিল্লি ফিরে আসি। একই দিনে জিগনেশ পুনের শনিওয়ারওয়াড়ায় বক্তব্য রাখে। জিগনেশ কখনই ভিমা-কোরেগাঁওয়ে যাননি। কয়েকটি গোষ্ঠী ওইদিন রাতে গোপন বৈঠক করে, তারপরই ১ জানুয়ারি গণ্ডগোল শুরু হয়ে যায়।’ তবে দলিতদের ওপর হামলা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়া যে দাবি জিগনেশ জানিয়েছেন, তা সমর্থন করেননি আটওয়ালে। তিনি বলেন, সমস্ত বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দেওয়ার প্রয়োজন পড়ে না। এর আগে প্রধানমন্ত্রী উনায় দলিত হিংসার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন। গুজরাট বিধানসভা ভোটে জয়লাভের জন্য জিগনেশকে ধন্যবাদও জানিয়েছেন আটওয়ালে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CPp6hm

January 07, 2018 at 02:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top