ঢাকা, ২৫ জানুয়ারি- ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে হাথুরুর লঙ্কা। আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ লঙ্কার বিপক্ষে চাপহীন খেলবে। তবে ফাইনালে যেতে হলে শ্রীলঙ্কাকে জিততেই হবে। এই ম্যাচে বাংলাদেশকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে জিম্বাবুয়েকে টপকে যাবে লঙ্কানরা। সাথে ফাইনালেও জায়গা করে নেবে শ্রীলঙ্কা। তাই এই হাইভোল্টেজ ম্যাচে বাংলাদেশের জয় কামনা করছেন জিম্বাবুয়ে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের একাদশে আসবে ১ পরিবর্তন। আজ ৪ পেসার নিয়ে মাঠে নামবে টিম-টাইগাররা। অধিনায়ক মাশরাফি, বাঁ-হাতি মোস্তাফিজ ও রুবেল হোসেনের সাথে দলে আসছেন আরেক পেসার আবুল হাসান রাজু। এ প্রসঙ্গে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, আমরা আগেই বলেছি, বড় ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে না। আমরা চাই দলে বড় ধরনের পরিবর্তন না ঘটিয়ে জয়ের পথে থাকতে। এ কারণে আমরা প্রতিপক্ষের গঠনশৈলি ও শক্তি-সামর্থ্যরে দিকে নজর রেখেই একাদশ সাজাচ্ছি। প্রথম পর্বের মতো এবারো শ্রীলঙ্কার বিপক্ষে চার পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। প্রথম পর্বে খেলেছিল সাইফউদ্দিন। কালকের লাইনআপে আবুল হাসান রাজুকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছি। আরও পড়ুন: নারী ক্রিকেটার মিতালি রাজও বিরাটদের কটাক্ষ করলেন সুজন আরও বলেন, এবার রাজু যথেষ্ঠ পরিশ্রম করছে। নেটেও ভাল বল করছে। আগের যে কোন সময়ের চেয়ে তার মাঝে এবার নিজেকে মেলে ধরার এবং ভাল কিছু করার একটা অন্যরকম স্পৃহা দেখছি। আমার বিশ্বাস, রাজু এবার নজর কাড়বে। নিজের সামর্থ্য মেলে ধরবে। আরও পড়ুন: উভয় দল জয়ের লক্ষ্যেই মাঠে নামবে এক নজরে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির, নাসির, মাশরাফি, আবুল হাসান রাজু, মুস্তাফিজ, রুবেল। তথ্যসূত্র: বিডি২৪লাইভ এআর/১০:২৪/২৫ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2BrQpc1
January 25, 2018 at 04:23PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন