কাবুলের অভিজাত হোটেলে জঙ্গি হামলা, নিহত পাঁচ, খতম দুই জঙ্গিও

কাবুল, ২১ জানুয়ারিঃ আফগানিস্তানের কাবুলে একটি বিখ্যাত অভিজাত হোটেলে হামলা চালাল জঙ্গিরা। জঙ্গি হামলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। গতকালে রাতে  ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে বেশ কয়েকজন জঙ্গি। হোটেলে ঢুকেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয় তারা। করে। জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ হারান বেশ কয়েকজন। একশোর বেশি অতিথিকে পণবন্দিও করে জঙ্গিরা।

রাতেই হোটেল ঘিরে ফেলে পুলিশ এবং বিশেষ বাহিনী। শুরু হয় গুলির লড়াই। বিশেয বাহিনীর সদস্যরা হেলিকপ্টার থেকে হোটেলের ছাদে নেমে ভিতরে প্রবেশ করে। অবশেষে আট ঘণ্টা লড়াইয়ের পর সকালে খতম হয় দুই জঙ্গি। বের করে আনা হয় দেড়শো পণবন্দিকে। উদ্ধার হয় পাঁচটি দেহ। এর মধ্যে এক বিদেশির দেহ আছে বলেও জানা গিয়েছে। সূত্রের খবর, আরও এক জঙ্গি হোটেলের ভিতরেই রয়েছে। এছাড়া আরও অতিথি হোটেলের ভিতরে আটকে পড়েছেন কী না, তার জন্য তল্লাশি চালানো হচ্ছে।

বিদেশিদের অন্যতম পছন্দ কাবুলের এই ইন্টারকন্টিনেন্টাল হোটেল। পাহাড়ের ওপর অবস্থিত হোটেলটিতে এর আগেও জঙ্গি হামলা হয়েছে। তবে শনিবারের হামলার দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2Bh781K

January 21, 2018 at 11:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top