মুজনাই নদী থেকে হরিণ উদ্ধার

রাঙ্গালিবাজনা, ৬ জানুয়ারিঃ জলদাপাড়া ন্যাশনাল পার্ক থেকে শনিবার সকালে একটি সম্বর প্রজাতির হরিণ ঢুকে পড়ে পশ্চিম খয়েরবাড়ি গ্রামে। খবর পেয়ে বনদপ্তরের মাদারিহাট রেঞ্জের খয়েরবাড়ি ও ধূমচী বিট এবং জলদাপাড়া বন্যপ্রাণ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে যান। খয়েরবাড়ি বিট অফিসার সনৎ শূর বলেন, ‘হরিণটি পূর্ণবয়স্ক। গ্রামবাসীরা হইচই শুরু করলে হরণটি এদিক-সেদিক ছুটতে থাকে। সকাল সাড়ে ১০টা নাগাদ হরিণটিকে মধ্য রাঙ্গালিবাজনা গ্রামের মুজনাই নদী থেকে ধরা হয়। হরিণটি সুস্থই আছে। সেটিকে জলদাপাড়ার জঙ্গলেই ছাড়া হবে।’

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2CNS8hu

January 06, 2018 at 12:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top