রায়গঞ্জ, ১৫ জানুয়ারিঃ সরকারি নির্দেশিকা গেরোয় বিপাকে পড়েছেন রায়গঞ্জের বহু মানুষ। নিয়ম মেনে কেওয়াইসি জমা করলেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে গ্যাসের ভরতুকির টাকা জমা পড়ছে না বলে অভিযোগ। উত্তর দিনাজপুর জেলায় প্রায় ১৫ হাজার গ্রাহকের ভরতুকি ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। এ নিয়ে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে তাদের মধ্যে।
গ্যাস ডিলারদের অবশ্য বক্তব্য, সরকারি নিয়মের কারণেই সম্ভবত তাদের ভরতুকি নিয়ে সমস্যা হতে পারে। কেওয়াইসি জমা হওয়ার পরেও গ্রাহকের অ্যাকাউন্টে কেন টাকা জমা হচ্ছে না, সে বিষয়ে অবশ্য কিছু জানা নেই বলে জানিয়েছেন প্রশাসনের এক পদাধিকারী।
রান্নার গ্যাসের দামে ভরতুকি নেওয়ার জন্য আগে ব্যাংকের সমস্ত নথিপত্র জমা করতে হত। আগে প্রতি মাসে ভরতুকির টাকা গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যেত। সম্প্রতি, কেন্দ্রীয় সরকার থেকে নির্দেশিকা আসে, প্রত্যেক গ্রাহককে নিজেদের কেওয়াইসি ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে সংযোগ করাতে হবে। সেইমতো গ্রাহকরা কেওয়াইসি জমা করেন। কিন্তু তারপরেও গ্রাহকদের অ্যাকাউন্টে ভরতুকি টাকা জমা পড়ছে না বলে অভিযোগ।
সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক অনির্বাণ চক্রবর্তী বলেন, ‘গ্রাহকদের অ্যাকাউন্টে কেন ভরতুকির টাকা বন্ধ হল, তা খোঁজ নিয়ে দেখা হবে।’
রায়গঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলা হবে। গ্রাহকদের এই হয়রানি মানা যায় না। তেমন হলে দলের পক্ষ থেকে সারা জেলা জুড়ে আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2B48nRG
January 15, 2018 at 10:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন