মুম্বাই, ১১ জানুয়ারি- বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সোনম কাপুর-আনন্দ আহুজা ও রণবীর সিং-দীপিকা পাড়ুকোন জুটিও। সম্প্রতি গুঞ্জন ওঠে, আগামী এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসছেন সোনম-আহুজা। ভারতের যোধপুরে হবে তাদের বিয়ে। খুব স্বল্প পরিসরে এর আয়োজন করা হবে। মাত্র ৩০০ অতিথি এতে উপস্থিত থাকবেন। কিন্তু এ জুটি বিয়ের ব্যাপারটি গোপন করছেন। যদিও পরবর্তীতে এ গুঞ্জন উড়িয়ে দিয়ে সোনম বলেন, দীর্ঘ ১০ বছরের অভিনয় ক্যারিয়ারে কখনই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলিনি। আমার বীরে ডি ওয়েডিং সিনেমা মুক্তি পাবে মে মাসে। এর আগে প্যাডম্যান ও দত্ত সিনেমাও রয়েছে। অন্য কাজের জন্য আমার সময় কোথায়? এ ছাড়া ফেব্রুয়ারি, মার্চে বিধু বিনোদ চোপড়ার সিনেমার কাজও শুরু করব। আরও পড়ুন: ১০ বছর পর কথা বললেন শহিদ-কারিনা! তবে গুঞ্জন যেন থামছেই না। এরই মধ্যে একটি ঘটনা ভাইরাল হয়েছে। বিয়ে আগে হবু স্বামী আনন্দ আহুজাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরাচ্ছেন এমনকি গহনা কিনছেন সোনম কাপুর বলে এমন ঘটনা ভাইরাল হয়েছে! জানা গেছে কলকাতার একটি দোকানে গহনা কিনতে গিয়েছিলেন সোনম। সঙ্গে ছিলেন কথিত প্রেমিক আনন্দ আহুজা। বিয়ের জন্যই নাকি তারা গহনা কিনতে গিয়েছিলেন। প্রায় দুই বছরের অধিক সময় ধরে বলিপাড়ায় সোনম ও আনন্দ আহুজার প্রেমের চর্চা চলছে। প্রায়ই বিভিন্ন স্থানে দেখা যায় তাদের। এ ছাড়া পরস্পরের প্রতি ভালোলাগার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টসহ বিভিন্নভাবে প্রকাশ করেন তারা। তা ছাড়া চলতি বছর প্যারিসে একসঙ্গে বর্ষবরণ করেন এ জুটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবিও প্রকাশ করেন সোনম। আর/০৭:১৪/১১ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mjgbtp
January 11, 2018 at 02:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top