প্রজাতন্ত্র দিবসে দুই গোষ্ঠী সংঘর্ষকে ঘিরে উত্তপ্ত উত্তরপ্রদেশ

উত্তরপ্রদেশ, ২৭ জানুয়ারিঃ সাধারণতন্ত্র দিবসের দিন সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াল উত্তরপ্রদেশের কাশগঞ্জে। ভারতের পতাকা হাতে নিয়ে একটি বাইক মিছিল বের করেছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা। সূত্রের খবর, সে সময় বাইক বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে অপর এক গোষ্ঠী। এই ঘটনা থেকেই গণ্ডগোলের সূত্রপাত। বাইকবাহিনীও পালটা পাথর ছুঁড়ে আক্রমণ করে। শুরু হয় গোলাগুলি। গুলিতে জখম হন ২ জন। একজনকে হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে চিকিতসকরা। অন্যজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। পুলিশের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা রয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://ift.tt/2nchPOT

January 27, 2018 at 03:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top